ছোট বেলায় সুপারপাওয়ার কোন দেশের নাম শুনলে মনে মনে কল্পনা করতাম সুপারপাওয়ার হচ্ছে সেইদেশ যার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আছে, সেই দেশের সমস্ত জায়গায় বড় বড় দালান আছে, যাদের প্রযুক্তির কোন তুলনা হয় না- এইরকম কোন একটা দেশ। এখনকার জানাটা একটু ভিন্ন রকম। এখনকার জানাটা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই তাকে একরকম সুপারপাওয়ার বলা যায়।
একবারও কি আপনি বাংলাদেশকে সুপারপাওয়ারের আসনে দেখেছেন? হয়ত কল্পনাও করেননি কখনও। তারপরেও নিচের ভিডিওগুলো দেখে আশান্বিত হই- হয়ত সেইদিন বেশি দূরে নয় যেদিন আমাদের দেশ সুপারপাওয়ার হবে।
গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তি সেবাঃ
ই-গভার্নেন্সঃ
কৃষকদের নতুন হাতিয়ার ‘ডিজিটাল পুর্জিঃ
টেলিসেন্টার:গ্রামীণ জীবনের কেন্দ্রবিন্দুঃ
ইন্টারনেটের আওতায় এলাকার এমপিরাঃ
ই-ঘটক পাখিভাইঃ
এভাবে ক্রমান্বয়ে চলতে আগাতে থাকলে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আমার দেশের সবাই স্বাবলম্বী হবে, সুপারপাওয়ার বাংলাদেশ।
সূত্রঃ বিবিসি বাংলা
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য:
Post a Comment